










পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে মোহাম্মাদিয়া দরবার শরীফে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীর সাহেব ক্বিবলা শাহ্ সূফি ড. মোহাম্মদ আহসানুল হাদী। প্রধান অতিথি ছিলেন আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. সাইয়্যেদ আলী মুসাভি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও দেশবরেণ্য আলেমরা উপস্থিত ছিলেন। বক্তারা ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য আলোচনা করে হযরত মুহাম্মদ মুস্তাফা (ﷺ)-এর শিক্ষা অনুযায়ী জীবন গঠনের আহ্বান জানান। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
আপনার কমেন্ট